লক্ষ্মীপুরে দুই কৃষকের অন্তত তিন একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে নেতাকর্মীরা কৃষক হোসেন আহম্মেদ ও সাফায়েত উল্যার ক্ষেতের ধান কেটে দেন।
Advertisement
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এ ধান কাটা হয়।
স্থানীয়রা জানান, তীব্র গরম ও শ্রমিক সংকটের কারণে হোসেন আহম্মেদ ও সাফায়েত উল্যাহ ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলেন না। এনিয়ে অধিকাংশ কৃষকের মাঝে দুশ্চিন্তা রয়েছে। খবর পেয়ে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা বাস্তবায়নে বায়েজীদ নিজে নেতাকর্মীদের নিয়ে হোসেন ও সাফায়েতের ক্ষেতের ধান কেটে দেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়েই সেই ধান বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ধান কেটে দিলো ছাত্রলীগ, কৃষকের মুখে হাসি
Advertisement
বায়েজীদ ভূঁইয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে দেওয়ার জন্য। সে জন্য ২৫ এপ্রিল কেন্দ্রীয় যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের এ আহ্বানে বাস্তবায়নে সারাদেশে নেতাকর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। বোরো মৌসুমের ফসল ঘরে তোলা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে যুবলীগ।
কৃষক হোসেন আহম্মেদ জানান, প্রচণ্ড রোদে শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না। যারা কাজ করবে বলে তারা বেশি পারিশ্রমিক চাচ্ছে। বেশি পারিশ্রমিক দিয়ে ধান কাটাতে গেলে লাভের মুখ দেখা অসম্ভব হয়ে পড়বে। কয়েকদিন আগেই ধান কাটার কথা ছিল। কিন্তু কাটা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন বিষয়টি যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়াকে জানায়। পরে বায়েজীদ ভূঁইয়া এসে নেতাকর্মীদের নিয়ে ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
কাজল কায়েস/আরএইচ/জিকেএস
Advertisement