ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আজান দিতে গিয়ে ঢলে পড়েন মতিউর রহমান (৫৩) নামে এক মুয়াজ্জিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
Advertisement
বুধবার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এর আগে বুধবার ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া কমান্ডার বাড়ি জামে মসজিদে ফজরের আজান দেওয়ার সময় ঢলে পড়েন মতিউর। তিনি ওই এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে।
মতিউর দীর্ঘদিন ধরে দত্তপাড়া কমান্ডার বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
Advertisement
স্থানীয় সংবাদকর্মী মহিউদ্দিন রানা জাগো নিউজকে বলেন, মুয়াজ্জিন মতিউর রহমান সম্পর্কে আমার চাচা হন। বুধবার ভোরে ফজরের আজান দেওয়ার শেষপর্যায়ে তিনি ঢলে পড়েন। পরে নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা তার বাড়ির লোকজনকে খবর দেন। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। বৃহস্পতিবার বেলা ১১টায় তার জানাজার পর দাফন করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঞ্জুরুল ইসলাম/এমআরআর/এমএস
Advertisement