আনিস ফারদীন
Advertisement
আলোর এই ঝলমলে শহর আলোহীন ঠেকেমজ্জা মগজে বাজে নীল শোকের মাতমহাহাকার ওঠে যেন পুরো শরীরজুড়ে।
আলোর ছটা হারিয়ে সামনে দাঁড়ায় অন্ধকারনিকষ কালো, অর্বাচীন এক নিঃস্তব্ধতাআলোয় আলোয় পূর্ণ শহর হয়ে যায় অচেনা।
চারদিকে শোরগোল, কত হইচই আর আনন্দঅথচ কী সুনসান নীরবতা, নিঃশব্দ ঠেকে সবকর্ণকুহর সব শুনেও নীরব, শব্দগুলো অর্থহীন।
Advertisement
সব সুখ ভুলে গিয়ে দুঃখের সাগরে ভেলা ভাসানোবেদনার নীলে ডুবে ডুবে হতাশায় নিমজ্জিত যেনআলোর শহরে শুধু আলো নয় কিছুটা অন্ধকারও।
****
বৃষ্টি ও রোদ্দুর
বৃষ্টি চাইতে গিয়েই তো রোদ্দুরে পুড়িতীব্র রোদ্দুরে জ্বলসে যাই ক্রমশঅঙ্গার হই, যন্ত্রণার তীব্র পারদে।
Advertisement
তেমনি মানুষ ভালোবাসা খোঁজেঅথচ পায় নিরেট জীবন্ত যন্ত্রণামানুষ তো জানে শুধু পুড়িয়ে দিতে।
পুড়তে গিয়ে অঙ্গার হয়তবু মানুষ ভালোবাসা খোঁজেবিনিময়ে মেলে শুধুই নীরবতা আর কান্নাসব চাওয়া যে নিজের হয় না, নিজের হাতেও থাকে না!
****
ঘাসফুল ও বুনোফুল
কত ঘাসফুল আর বুনোফুল মাড়িয়ে যাইহঠাৎ করেই যেন মায়ায় পড়ে যাই তাদেরদিব্যি উদাস হয়ে ওঠে আমার ইচ্ছেরাঅবাক নয়নে চেয়ে থাকি দুচোখ মেলে।
ঘাসফুল দেখে বিস্মিত হয়ে উঠি আচানকভাবে, তারা সাজিয়ে রাখে আমার পথ কত মমতায়আমি পিষে চলি, দুঃখ নিয়ে বুক পেতে দেয় তারাঅবহেলায় পিছু ফেলি তাদের, কী নির্লজ্জ!
আমি চেয়ে থাকি আনমনে আর ভেবে চলিপৃথিবীর হিসেবগুলো সত্যি দুর্ভেদ্য, অসমান্তরালযে বুক পেতে দেয়, তাকে কত সহজে মাড়িয়ে যাইআর যে পথে কাঁটা বিছিয়ে দেয়, তাকেই আপন করি।
এসইউ/জিকেএস