খেলাধুলা

দাবার হারুন এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজার

বাংলাদেশের চতুর্থ দাবা সংগঠক হিসেবে ফিদে কর্তৃক ইন্টারন্যাশনাল অর্গানাইজারের খেতাব পেলেন ইন্টারন্যাশনাল আরবিটার ও ফিদে লেকচারার হারুন অর রশীদ।

Advertisement

এর আগে এই খেতাব অর্জন করেছিলেন সাবেক দাবারু ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা হক চৌধুরী মলি, ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু।

ইন্টারন্যাশনাল অর্গানাইজারের খেতাব পাওয়ার জন্য ফিদের একটি সেমিনারে অংশ নিতে হয়। ‘মাস দুয়েক আগে অনলাইনে অনুষ্ঠিত সেমিনারে অংশ নিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল মনোনীত হবো। আজ (বুধবার) ফিদে থেকে আমাকে খবরটি জানানো হয়েছে’-বলেছেন হারুন অর রশীদ।

মাহমুদা হক চৌধুরী মলি ২০২০ সালে প্রথম বাংলাদেশি সংগঠক হিসেবে এই খেতাব অর্জন করেছিলেন। এরপর সৈয়দ শাহাব উদ্দিন শামীম এবং গত বছর এই খেতাব পেয়েছিলেন মাসুদুর রহমান মল্লিক দিপু।

Advertisement

আরআই/এমএমআর/এমএস