ছোট শিক্ষার্থীদের পাঠদান চলাকালে আচমকা শ্রেণিকক্ষে ঢুকে পড়েন এক যুবক। পিঠে কালো ব্যাগ, এক হাতে পিস্তল, অন্য হাতে পেট্রলবোমা। ট্রাউজারের নিচে লুকানো ছিল চাকুও। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গে মালদা জেলার কালিয়াচকে। বুধবার (২৬ এপ্রিল) কালিয়াচক মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।
Advertisement
এদিন মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে সপ্তম শ্রেণির পাঠদান চলাকালে আচমকা বছর চল্লিশের এক যুবক শ্রেণিকক্ষে ঢুকে পড়েন। এক হাতে পিস্তল, অন্য হাতে পেট্রলবোমা ও ট্রাউজারের নিচে রাখা চাকু। তাকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে শিশুরা।
আরও পড়ুন>> সুন্দরবনে মধু সংগ্রহ: ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার ৫ বাংলাদেশি
ওই ব্যক্তি শিক্ষক ও শিক্ষার্থীদের ভয় দেখাতে থাকেন। হুমকি দেন পেট্রলবোমা ছোড়ার। এসময় শিক্ষার্থীদের জিম্মির চেষ্টা করেন ওই যুবক।
Advertisement
এরই মধ্যে খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গোটা স্কুল চত্বর ঘিরে ফেলা হয়।
এরপর নানা ধরনের ব্যক্তিগত সমস্যার কথা বলতে শুরু করেন ওই ব্যক্তি। পুলিশ তাকে শান্ত করার চেষ্টা চালিয়ে যায়। এর মধ্যেই আচমকা অস্ত্রধারী যুবকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে জাপটে ধরেন এক পুলিশ সদস্য। পেছন পেছন ছোটেন বাকিরাও। শেষপর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আটক করা হয় অস্ত্রধারীকে। শিক্ষার্থীদেরও নিরাপদে বের করে নেওয়া হয়।
আরও পড়ুন>> ধর্ষণের পর কিশোরীকে খুনের অভিযোগ, বাবা-ছেলে গ্রেফতার
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম দেব বল্লভ। কিন্তু কেন এমন করলেন?
Advertisement
শিশুদের জিম্মি করা অবস্থায় দেব বল্লভ বলছিলেন, তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ২০২১ সাল থেকে তিনি নিখোঁজ। অভিযুক্তের দাবি, ২০২১ সাল থেকে সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও), ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও), পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নসহ সব জায়গায় জানিয়েছেন তিনি। তারপরও স্ত্রীর সন্ধান পাননি।
তবে প্রাথমিক তদন্তে কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, দেব বল্লভ মানসিক ভারসাম্যহীন। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কীভাবে এ ধরনের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিডি/