আন্তর্জাতিক

প্রেমিকার বাবার ফোন চুরি করে যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি

প্রেমিকার বাবার ফোন চুরি করে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এক তরুণ। ১৯ বছর বয়সী ওই তরুণকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে, আমিন নামের ওই তরুণ যে নাম্বার থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দিয়েছেন সেটি তার প্রেমিকার বাবার।

Advertisement

পুলিশের ১১২ জরুরি নাম্বারে ফোন করে তিনি যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেন। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাকে বেগমপুর্বা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: এবার তাইওয়ান ইস্যুতে চীনকে সতর্ক করলো যুক্তরাজ্য

প্রেমিকার বাবা তাদের বিয়েতে রাজি ছিলেন না। এমনকি তিনি এই সম্পর্ক নিয়েও বেশ অসন্তুষ্ট ছিলেন। সে কারণেই আমিন ওই ব্যক্তির নাম্বার দিয়ে ফোন করে এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

Advertisement

আমিনের প্রেমিকার বাবা একজন রিক্সা চালক। তিনি এসবের কিছুই জানতেন না। ১০ দিন আগে তার ফোন চুরি হয়ে যায়। চুরি হওয়া ফোন থেকে যে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সে ব্যাপারেও তিনি পরে জানতে পেরেছেন।

ওই তরুণের প্রতিবেশীরাও জানিয়েছেন যে, তাকে প্রশ্ন করার পর তিনি সব স্বীকার করেছেন। তিনি আসলে প্রেমিকাকে বিয়ে করার জন্যই ওই ব্যক্তিকে ফাঁসাতে চেয়েছিলেন।

আরও পড়ুন: চাঁদে অবতরণে ব্যর্থ জাপানের মহাকাশযান

আমিনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি তার অপরাধের কথা স্বীকার করেন। তিনি জানান, ১০ দিন আগে প্রেমিকার বাবার মোবাইল ফোন চুরি করেন তিনি। পরে নিজের সিম থেকে ফোন করে যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার তাকে আদালতে তোলা হবে।

Advertisement

টিটিএন