রাজাকারের তালিকার নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, রাজাকারের তালিকার কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে এ তালিকা প্রকাশ করা সম্ভব হবে।
Advertisement
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে জোহরের নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন মন্ত্রী। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে এ আইন পাস হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান এমপিকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য এবং নিয়মাবলি অর্থাৎ কীভাবে প্রণয়ন করবেন তা নির্ধারণের জন্য তাকে দায়িত্ব দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
Advertisement
এর আগে দুপুরে সিলেট পৌঁছান মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
ছামির মাহমুদ/এসআর/জেআইএম