প্রতি বছরের মতো মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের দিন শিশু-কিশোরদের নতুন বই উপহার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ২২টি ঈদে বই উপহার দিয়েছে। ঈদের সালামি হিসেবে শিশুদের বাড়তি আনন্দ দিতেই বই দেওয়া হয়।
Advertisement
২২ এপ্রিল ঈদুল ফিতরের দিন দুপুরে চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে শিশু-কিশোরদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়।
শিশুসাহিত্যিক ফারুক হোসেন, শিশুসাহিত্যিক-প্রকাশক মামুন সারওয়ার ও শিশুসাহিত্যিক-প্রকাশক নাফে নজরুল বই দিয়ে এবারের কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। বরাবরের মতো উপহার দেওয়া বইয়ের মধ্যে ছিল ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি-প্রকৃতি, শিশুতোষ ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই।
আরও পড়ুন: হাউজ অব লর্ডসে বাংলাদেশি বইয়ের প্রকাশনা উৎসব
Advertisement
শিশু-কিশোরদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক গাজী মুনছুর আজিজ। ঈদের দিন নতুন বই পেয়ে শিশু-কিশোররা আনন্দ প্রকাশ করে।
২০০১ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার পরিচালনা, বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, শিক্ষাবৃত্তি প্রদান, ইলিশ আড্ডা, ঈদ উৎসব ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
গাজী মুনছুর আজিজ বলেন, ‘পাঠ্যবইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল বই পাঠে আগ্রহী করে তুলতে আমাদের এ কার্যক্রম। ঈদসহ উৎসব-পার্বণে বড়রা শিশু-কিশোরদের বই উপহার দেবেন, যাতে তারা সৃজনশীল বই পাঠে আগ্রহী হয়। এবারও আমাদের কার্যক্রমে অনেকে সম্পৃক্ত ছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।’
এসইউ/এমএস
Advertisement