আন্তর্জাতিক

ফের প্লেনে সহযাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ

যাত্রীর কাণ্ডে আবারও শোরগোল মাঝ আকাশে। এবার সহযাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ উঠলো অন্য এক যাত্রীর বিরুদ্ধে। এরই মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

জানা গেছে, আমেরিকান এয়ারলাইন্সের এক প্লেনে ঘটেছে এই ঘটনা। নিউইয়র্ক থেকে দিল্লির দিকে রওনা হয়েছিল প্লেনটি।

আরও পড়ুন>প্লেনে প্রস্রাব কাণ্ড: এয়ার ইন্ডিয়াকে জরিমানা

কর্মীদের দাবি অভিযুক্ত যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন এবং সে অবস্থাতেই সহযাত্রীর সঙ্গে বচসায় জড়ান তিনি। এরপরই মেজাজ হারিয়ে তার গায়ে প্রস্রাব করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

Advertisement

আমেরিকান বিমান সংস্থাটির পক্ষে এক বিবৃতিতে বলা হয়, প্লেনের ওই ব্যক্তি খারাপ আচরণ করেছেন এবং সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছেন। এ খবর পাওয়ার পরই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল ৯টা নাগাদ প্লেন অবতরণের পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে নেওয়া হয়। এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও জানান ওই সহযাত্রী।

কিন্তু বিমান বন্দরের ডেপুটি কমিশনার দেবেশ কুমার মাহলার দাবি, সহযাত্রীর থেকে এমন কোনো অভিযোগ তারা পাননি।

তবে এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। সম্প্রতি যাত্রীদের নানা কর্মকাণ্ডের কথা উঠে এসেছে শিরোনামে। কখনো সহযাত্রীর সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে, আবার কখনো বিমান কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে।

Advertisement

এর আগে এয়ার ইন্ডিয়ার বিমানের সিটে যাত্রীর প্রস্রাব নিয়েও তীব্র বিতর্ক হয়েছিল। এবার আমেরিকান এয়ার লাইন্সেও একই ঘটনা ঘটলো।

সূত্র: এনডিটিভি

এমএসএম