দেশজুড়ে

সাভারের সব বিনোদনকেন্দ্রে উপচেপড়া ভিড়

ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে সাভারের বিনোদনকেন্দ্রগুলো। সরকারি-বেসরকারি সব বিনোদনকেন্দ্রেই ভিড় বেড়েছে। স্বল্প মূল্যে প্যাকেজ থাকায় প্রতিটি পয়েন্টে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Advertisement

সোমবার (২৪ এপ্রিল) সকালে আশুলিয়ার থিম পার্ক ফ্যান্টাসি কিংডম ও সাভারের মিনি চিরিয়াখানায় ঘুরে দর্শনার্থীদের ব্যাপক সমাগম দেখা যায়।

ফ্যান্টাসি কিংডমে পরিবার নিয়ে বেড়াতে আসা আজিজুর রহমান বলেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পরিবারের সদস্যদের ঈদের আনন্দকে বাড়াতে ফ্যান্টাসি কিংডমে ছুটে আসা। সব ইভেন্টই ছিল অসাধারণ। গরমে ওয়াটার ওয়ার্ল্ড ছিল মনে রাখার মতো। পরিবারের সবাই দারুণ মজা করেছে।’

সাভারের মিনি চিড়িয়াখানার চিত্রও ছিল একই। পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির কাছে গিয়ে নানা জীবজন্তুর সঙ্গে পরিচিত হতে কমতি ছিল না দর্শনার্থীদের।

Advertisement

বাবার সঙ্গে ঘুরতে আসা সাত বছরের আবিদা মাহফুজা নিনিতা জাগো নিউজকে বলে, ‘বাবা-মাকে সঙ্গে নিয়ে সাপ, হরিণ, বানর, পাখিসহ আরও কত কি যে দেখেছি। অনেক মজা হয়েছে।’

নিনিতার মা নার্গিস খন্দকার বলেন, সন্তানকে জীবজন্তুর সঙ্গে পরিচিত করতেই এখানে নিয়ে আসা। পরিবেশ ও ব্যবস্থাপনা দুটোই বেশ ভালো লেগেছে।

শুধু ফ্যান্টাসি কিংডম আর মিনি চিড়িয়াখানা নয়; নন্দন পার্ক, আলাদিনস পার্ক, মনপুরা, জাতীয় স্মৃতিসৌধেও ছিল মানুষের ঢল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রতিটি কেন্দ্রেই তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

 

মাহফুজুর রহমান নিপু/এসআর/জিকেএস