আন্তর্জাতিক

বিশ্বজুড়ে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

২০২২ সালে সারাবিশ্বে সামরিক ব্যয় হয়েছে ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার, যা সর্বকালের সর্বোচ্চ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, ইউক্রেন-রাশিয় যুদ্ধের কারণেই বিশ্বজুড়ে সর্বোচ্চ সামরিক ব্যয় হয়েছে। সংস্থাটি বলেছে, বেশিরভাগ ব্যায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বাড়লেও, অন্যান্য দেশগুলোও রুশ হুমকির প্রতিক্রিয়ায় নিজেদের সামরিক ব্যয় বাড়িয়েছে।

Advertisement

সোমবার (২৪ এপ্রিল) এসআইপিআরআই থেকে প্রকাশিত বৈশ্বিক সামরিক ব্যয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, টানা অষ্টম বছরে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বেড়েছে। যার মধ্যে শুধু ইউরোপেই বেড়েছে ১৩ শতাংশ, যা ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।

সংস্থাটি বলেছে, ইউক্রেনে সামরিক ব্যয় ২০২২ সালে ছয় গুণেরও বেশি বেড়ে ৪ হাজার ৪০০ কোটি ডলার হয়েছে, যা এসআইপিআরআই ডেটাতে রেকর্ড করা যেকোনো দেশের জন্য সর্বোচ্চ বাৎসরিক সামরিক ব্যয়।

আরও পড়ুন>> রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে কেউই জিতবে না: মেদভেদেভ

Advertisement

এসআইপিআরআইয়ের সামরিক ব্যয় ও অস্ত্র উত্পাদন কর্মসূচির সিনিয়র গবেষক ন্যান তিয়ান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সামরিক ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি ইঙ্গিত করে যে, আমাদের বিশ্ব ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে। রাষ্ট্রগুলো একটি অবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যা আগামীতে পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

এসআইপিআরআই তথ্য অনুসারে, ২০২২ সালে ফিনল্যান্ড তার সামরিক ব্যয় ৩৬ শতাংশ ও লিথুয়ানিয়া ২৭ শতাংশ সামরিক ব্যয় বৃদ্ধি করে। এসব পদক্ষেপ রাশিয়ার প্রতিবেশী বা একসময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ের অংশ ছিল এমন দেশগুলোর মধ্যে শঙ্কা ছড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন>> পুতিনকে কি গ্রেফতার করা যাবে?

চলতি বছরের এপ্রিলে ফিনল্যান্ড ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে নাম লেখায়। তাছাড়া ২০০ বছরেরও বেশি সময় ধরে সামরিক জোট এড়িয়ে যাওয়া সুইডেনও এখন ন্যাটোতে যুক্ত হতে চাই, কিন্তু তুরষ্কের আপত্তি কারণে তা হচ্ছে না।

Advertisement

এসআইপিআরআইয়ের সামরিক ব্যয় এবং অস্ত্র উত্পাদন কর্মসূচির গবেষক লরেঞ্জো স্কারাজ্জাতো বলেন, যদিও ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সম্পূর্ণ স্কেল আক্রমণ অবশ্যই সে বছরের সামরিক ব্যয়ের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছিল। তবে রুশ আগ্রাসনের বিষয়ে উদ্বেগ গোটা বিশ্বজুড়ে অনেক দিন ধরেই তৈরি হচ্ছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে অধিভুক্ত করেছিল। সে বছর অনেক দেশই তাদের সামরিক ব্যয় দ্বিগুণেরও বেশি করেছিল।

আরও পড়ুন>> এক বছরে রুশ ধনীরা খুইয়েছে ৬৭ বিলিয়ন ডলার

সূত্র: আল জাজিরা

এসএএইচ/জেআইএম