দেশজুড়ে

অস্থায়ী স্মৃতিস্তম্ভে স্বজন-শ্রমিকের শ্রদ্ধা

ঢাকার সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর পূর্ণে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

Advertisement

সোমবার (২৪ এপ্রিল) সকালে সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজার সামনের অস্থায়ী স্মৃতিস্তম্ভ বেদিতে এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় নিহত শ্রমিকের পরিবার ও স্বজনদের অশ্রুজলে সিক্ত হয় চারপাশ। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন একে একে ফুল দিয়ে নিহতদের স্মরণ করে।

রানা প্লাজায় ফুল দিয়ে নিহতদের স্মরণে ব্যানার হাতে ফুল দিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর সময় চোখের জলে স্মৃতিচারণা করেন আহত শ্রমিক ও স্বজনরা।

Advertisement

আরও পড়ুন: রানা প্লাজা ট্র্যাজেডি, ১০ বছরেও শেষ হয়নি বিচার

এর আগে তিনদিন যাবত চারদফা দাবিতে অনশন করছেন রানা প্লাজায় আহত কয়েকজন শ্রমিক।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১ হাজার ১৭৫ জন শ্রমিক। এছাড়া আহত হন সহস্রাধিকের বেশি শ্রমিক।

মাহফুজুর রহমান নিপু/এসজে/জেআইএম

Advertisement