১৯০ রানের লক্ষ্য। অবশ্যই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জা পাড়ি দিতে নেমে রাজস্থানও এগিয়ে গিয়েছিলো অনেকদূর। তবে একেবারে তীরে এসে তরি ডুবলো তাদের। মাত্র ১৮২ রানে থেমে যেতে হয়েছে রাজস্থানকে। ফলে মাত্র ৭ রানেই ম্যাচ জয় করে নিলো বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
Advertisement
১৯০ রান তাড়া করতে নেমে রাজস্থানের যে কোনো দুই-তিনজন ব্যাটারের কাছ থেকে ঝোড়ো ইনিংস প্রয়োজন ছিল। দেবদূত পাডিক্কাল চেষ্টা করেছিলেন। তার ব্যাট থেকে ৩৪ বলে ৫২ রানের একটি ইনিংসও বেরিয়ে এসিছিলো। জসস্বি জসওয়াল করেছিলেন ৩৭ বলে ৪৭ রান।
কিন্তু এই দুটি ইনিংস কোনো কাজে আসলো না। ধ্রুব জুরেলের শেষ মুহূর্তে ১৬ বলে ৩৪ রানের ঝড় কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে। জয় এনে দিতে পারেনি। অধিনায়ক সাঞ্জু স্যামসন ১৫ বলে করেন ২২ রান। বেঙ্গালুরুর হয়ে হার্শাল প্যাটেল নেন ৩ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির ৬২ এবং গ্লেন ম্যাক্সওয়েলের ৭৭ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং সন্দিপ শর্মা। বিরাট কোহলি আউট হন শূন্য রানে।
Advertisement
আইএইচএস/