জাগো জবস

সিভিতে যে ভুলগুলো হয় : ২য় পর্ব

চাকরির জন্য প্রথমেই প্রয়োজন একটি নির্ভুল জীবনবৃত্তান্ত বা সিভি। আমরা অনেকেই সিভিতে নানারকম ভুল করে থাকি। ফলে অনেক সাধের সোনার হরিণটা কেবলই হাতছাড়া হয়ে যায়। আসুন জেনে নেই কী সেই ভুলগুলো। সিভিতে ভুল নিয়ে আজ প্রকাশ হচ্ছে ২য় পর্ব।১১. স্কুলের ছবি দিয়ে চাকরির জন্য আবেদন করা অনেক বড় ভুল।১২. একই সিভি চালিয়ে দিচ্ছেন সেলস, মার্কেটিং, ব্রান্ডিং, একাউন্টসহ যেকোনো চাকরির জন্য। আপনাকেও প্রতিবার আবেদন করার সময় বিষয়ভিত্তিক পরিবর্তন আনতে হবে।১৩. যার ক্যারিয়ারের কোন লক্ষ্য নেই তার সিভি ফেলে দেয়া হবে না তো কী করবে?   ১৪. অনেকে ক্যারিয়ার অবজেক্টিভের মধ্যে ‘Seeking’, ‘Need’, ‘Looking for Position’, ‘Good Organization’ ব্যবহার করেন। এগুলো মারাত্মক ভুল। অবজেক্টিভ হতে হবে শুধুই কাজ করার মেন্টালিটি। চাই, প্রয়োজন, দেন, খুঁজছি এগুলো দুর্বলদের কথা। ১৫. উচ্চতা, নাকের সংখ্যা, চোখের সংখ্যা এগুলো চাকরির সঙ্গে সম্পর্কিত নয়। এগুলোর দরকার নেই।১৬. গ্রামার ও বানান ভুল সিভির মারাত্মক আরেকটি ভুল।১৭. সিভির ফন্ট, বানান, মার্জিন, স্টাইল সব সময় একই রকম হতে হবে। এক এক জায়গায় এক এক ফন্ট, এক এক স্টাইল হলে বাজে দেখায়।    ১৮. সিভির স্টেটমেন্টগুলো সুদর্শন না হওয়াও খুব মারাত্মক ভুল। অর্থাৎ এটা সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, সাধনযোগ্য, বাস্তব ও নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে। ১৯. নিজের ব্যাপারে এমন কিছু লেখা যাবে না, যার ডিফেন্স দিতে পারবেন না। ২০. সিভিতে স্ট্রং ওয়ার্ড না থাকা আরেকটি দুর্বল দিক। গুগল সার্চ করে স্ট্রং ওয়ার্ড বসিয়ে নিন।লেখক: ট্রেইনার ও প্রফেশনাল সিভি রাইটার, চিফ নলেজ ডিস্ট্রিবিউটর, কর্পোরেট আস্ক বাংলাদেশ।এসইউ/এবিএস

Advertisement