জাতীয়

ঈদের ছুটিতে সহনীয় বায়ু পেলেন ঢাকাবাসী

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঈদের ছুটিতে সহনীয় বায়ু পাচ্ছেন ঢাকাবাসী। আজ (রোববার) বাংলাদেশ সময় দুপুরে অস্বাস্থ্যকর অবস্থায় দুবাইয়ের বায়ু রয়েছে দূষণের শীর্ষে। আইকিউ এয়ারের সূচকে আজ দুবাইয়ের স্কোর ১৫১, অবস্থান প্রথম। ঢাকার স্কোর ৮৪, অবস্থান ১৮তম।

Advertisement

রোববার দুপুর ১টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।

তালিকায় দেখা গেছে, দুবাই ছাড়া অন্য কোনো শহর আজ অস্বাস্থ্যকর অবস্থায় নেই। কাঠমান্ডু, হ্যানয়, ব্যাংককসহ ৯ টি শহরের বায়ু রয়েছে ‘সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর’ অবস্থায়।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

Advertisement

আরও পড়ুন: বছরে গড়ে ৬.৫ শতাংশ সবুজ এলাকা হারিয়েছে ঢাকা

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

আরও পড়ুন: সবুজ ঢাকা গড়তে ঢাবিকে গবেষণার আহ্বান মেয়র আতিকের

Advertisement

এমএইচআর/জেআইএম