ঈদের নামাজ আদায় করে বাবার সঙ্গে দাদা-দাদীর কবর জিয়ারত করতে যান রবিউল ইসলাম (২১)। কিন্তু তুচ্ছ একটি ঘটনায় তার চাচাতো ভাইদের মারপিটে মারা যান তিনি।
Advertisement
শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে বগুড়ার নন্দীগ্রামে মারধরের ঘটনা ঘটে।
নিহত রবিউল নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের আকরাম হোসেনের ছেলে। তার সিংড়া উপজেলার কালিগঞ্জ ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
আরও পড়ুন: ঈদের দিন সড়কে ঝরলো ১৩ প্রাণ
Advertisement
জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে রবিউল ঈদের নামাজ আদায় করে তার বাবার সঙ্গে পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবর জিয়ারত করতে যান। কবরস্থানে ময়লা ফেলাকে কেন্দ্র করে সেখানে তার চাচাতো ভাই শফিকুল ও রফিকুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার চাচাতো দুই ভাই লাঠি দিয়ে রবিউলকে মারপিট করেন। মাথায় আঘাত পেয়ে রবিউল গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।
আরও পড়ুন: ককটেল ফাটাতে বাধা দেওয়ায় একজনকে গুলি করে হত্যা
কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর রফিকুল ও শফিকুল পালিয়ে গেছেন। রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জেডএইচ/
Advertisement