পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে শেষপাতে বোরহানি না থাকলে কী চলে! ঈদে সবার ঘরেই কমবেশি তৈরি হয় লোভনীয় সব খাবার। আর এই গরমে ভারি খাবার খাওয়ার পরে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বোরহানি না থাকে, তাহলে ঠিক জমে ওঠে না।
Advertisement
বেশিরভাগ মানুষই বোরহানি বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা বিরিয়ানির দোকান থেকে কিনে পান করেন। তবে চাইলে ঘরে খুব সহজে ও কম উপকরণ দিয়ে তৈরি করতে পারেন বোরহানি। রইলো রেসিপি-
আরও পড়ুন: মাত্র ৩ উপকরণে তৈরি করুন মাঠা
উপকরণ
Advertisement
১. টকদই আধা কেজি২. পুদিনা পাতা একমুঠো৩. কাঁচা মরিচ ৩-৪টি৪. ঠান্ডা পানি পরিমাণমতো ৫. চিনি ২ টেবিল চামচ ৬. পুদিনার রস সামান্য ও৭. বোরহানির মসলা ১ টেবিল চামচ।
আরও পড়ুন: চিকেন তন্দুরি তৈরি করুন ঘরেই
পদ্ধতি
টকদই যদি বেশি পাতলা হয় তাহলে দই চালনিতে বা গামছায় বেঁধে রেখে দইয়ের বাড়তি পানি ঝরিয়ে নিতে হবে। তারপর পুদিনা পাতা ও কাঁচা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে ছাঁকনিতে ছেঁকে রস রেখে বাকিটা ফেলে দিতে হবে।
Advertisement
আরও পড়ুন: পোড়া বেগুন-টমেটোর ভর্তা
এরপর দইয়ের সঙ্গে পরিমাণমতো ঠান্ডা পানি ও চিনি, পুদিনার রস ও বোরহানির মসলা মিশিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে বোরহানি।
জেএমএস/এমএস