ঈদের দিন মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত। এ জন্য ঈদুল ফিতরের দিন সকালে মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদের নামাজে যাওয়া উত্তম। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের দিন কী খেতেন? তা ওঠে এসেছে হাদিসের বর্ণনায়-আনাস ইবনু মালেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না।
Advertisement
অপর এক বর্ণনায় হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আরও বর্ণনা করেন যে, তিনি তা (খেজুর) বিজোড় সংখ্যায় খেতেন।’ (বুখারি ৯৫৩)
এমএমএস/এমএস
Advertisement