বৈরী আবহাওয়া উপেক্ষা করে কানাডায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কানাডার ক্যালগেরির আকরাম জুমা মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কানাডায় অবস্থানরত বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
Advertisement
একই স্থানে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। এতে ইমামতি করেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ। এসময়ে প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি নামাজে অংশ নেয়।
এ ছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতে সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের প্রথম জামাত ও সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের দিনটি কর্মদিবস থাকায় অনেকেই খুব ভোরে নামাজ আদায় করে অফিস করেছেন।
Advertisement
এমএএইচ/