আন্তর্জাতিক বাজারে দরপতনের মধ্যে পড়েছে সোনা। চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসেই দাম কমেছে। প্রতি আউন্স সোনার দাম নেমে গেছে দুই হাজার ডলারের নিচে। এ পরিস্থিতিতে ঈদের আগে দেশের বাজারে সোনার দাম কমবে কি না সেই প্রশ্ন উঠেছে।
Advertisement
দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা বলছে, সোনার আন্তর্জাতিক বাজারের দাম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি আন্তর্জাতিক বাজারে দাম খুব বেশি কমে যায়, তাহলে ঈদের আগেই দেশের বাজারে সোনার দাম কমানো হবে।
আরও পড়ুন: স্বর্ণ-রূপা ও প্রচলিত মুদ্রার জাকাতের বিধান
আন্তর্জাতিক বাজারে তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি সপ্তাহের আগে সোনার দামে বড় উত্থান হয়। প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলার ছাড়িয়ে ২ হাজার ৫০ ডলারের কাছাকাছি চলে আসে।
Advertisement
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার প্রবণতার মধ্যে গত ১৬ এপ্রিল দেশের বাজারে সব ধরনের সোনার দাম বাড়ানো হয়। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৮৩ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে করা হয় ৯৩ হাজার ৯৫৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৫০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা নির্ধারণ হয়। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়।
আরও পড়ুন: কলকাতায় সোনার দাম কত?
বর্তমানে দেশের বাজারে এ দামেই বিক্রি হচ্ছে সোনা। আর ক্রেতাদের সোনার গহনা কিনতে এই দামের সঙ্গে পাঁচ শতাংশ ভ্যাট এবং ভরিপ্রতি তিন হাজার ৪৯৯ টাকা মজুরি গুনতে হচ্ছে। ফলে এক ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে লাখ টাকার ওপরে।
Advertisement
এদিকে দেশের বাজারে সোনার দাম বাড়ার পর চলতি সপ্তাহে এসে আন্তর্জাতিক বাজারে দাম কমতে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখার সময় বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ৩টায় প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে এক হাজার ৯৯৬ টাকা।
আরও পড়ুন: স্বর্ণ কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম কমানো হবে কি না জানতে চাইলে বাজুসের মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ জাগো নিউজকে বলেন, আমরা অন্তর্জাতিক বাজারের চিত্র পর্যবেক্ষণ করছি। যদি দেশের বাজারে সোনার দাম সমন্বয়ের প্রয়োজন হয়, অবশ্যই করা হবে।
তিনি বলেন, আমরা এখন তাৎক্ষণিকভাবে সোনার দাম সমন্বয়ের চেষ্টা করছি। আগে সময় নিয়ে দাম সমন্বয় করা হতো। এখন আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজারের পাকা সোনার দাম পর্যবেক্ষণ করে দ্রুত সমন্বয় করা হচ্ছে। যদি ঈদের আগে দাম বাড়ানো বা কমানোর প্রয়োজন হয় আমরা পদক্ষেপ নেবো।
এমএএস/জেডএইচ/জেআইএম