প্রবাস

মালদ্বীপে যুবদলের ইফতার মাহফিল

রাজধানী মালের তান্দুরি ফিল্মস রেস্টুরেন্টে প্রস্তাবিত মালদ্বীপ শাখা যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভাপতিত্ব করেন প্রস্তাবিত যুবদল মালদ্বীপ শাখার প্রস্তাবিত সভাপতি মো. আরিফুল ইসলাম।

Advertisement

মালদ্বীপ শাখা যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সোহেল বিন রাজ্জাকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের সিনিয়র স্টাফ হায়দার আলী সাবু, মো. পারভেজ চৌধুরী, ব্যবসায়ী আলিম দুরানী, মো. আমির, দেওয়ান মান্নান, স্থানীয় সাংবাদিক, মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী মো. শাহাজান, মোহাম্মদ আলী, মালদ্বীপ প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, মো. সিহাব।

মোনাজাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব নেতাকর্মীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা তাজুল ইসলাম।

ইফতার আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনে প্রস্তাবিত সিনিয়র সভাপতি মো. আল-আমীন, প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক, মাহাবুব আলম, মিজানুর রহমান, যুবদল নেতা, মাসুম মুন্না, রিয়াদ হোসেন, রাকিব হোসেন, শাহাদাত হোসেন, আবদুল কাইউম শিকদার, মজনু মিয়া, মিজান, মো. সুমন, মো. নোমান, মো হুমায়ুন, জিহাদ হোসেন, মো. সাদেক।

Advertisement

সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম, বর্তমান সরকারের জুলুম থেকে মুক্তি পেতে এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে কেন্দ্রীয় কমিটির, সকল আন্দোলন সংগ্রামে যুবদলসহ প্রবাসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এমআরএম/এএসএম