ইফতারে ঠান্ডা ঠান্ডা শরবত বা জুস ছাড়া কি চলে! সারাদিনে তৃষ্ণা মেটাতে ইফতারের পানীয় স্বাস্থ্যকর হওয়া জরুরি। এজন্য স্বাস্থ্য উপকারিতা আছে এমন উপাদানসমূহ দিয়ে শরবত তৈরি করা উচিত।
Advertisement
তেমনই এক উপাদান হলো লেবু। সাধারণ সর্দি-কাশি থেকে ক্যানসার পর্যন্ত প্রতিরোধ করে লেবু। এছাড়া প্রতিদিন শরীরের প্রয়োজনীয় ভিটামিন সি এর চাহিদা পূরণে লেবুর বিকল্প নেই।
আরও পড়ুন: বেলের শরবত তৈরির পদ্ধতি
অন্যদিকে পুদিনা পাতায় আছে পলিফেনল, যা একে ওষুধি গুণ দেয়। হাঁপানি, পেটের সমস্যা সারাতে তাই পুদিনা পাতা বিশেষ উপকারী।
Advertisement
এছাড়া এতে থাকে ভিটামিন এ, সি আর বি কমপ্লেক্স। ত্বকের যত্নে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবু।
এ দুই উপাদান দিয়েই তৈরি করে নেওয়া যায় ইফতারের জন্য স্বাস্থ্যকর পানীয়। এতে তৃষ্ণাও মিটবে আর শরীরও পাবে পুষ্টিগুণ। চলুন তবে জেনে নেওয়াক রেসিপি-
আরও পড়ুন: ইফতারে রাখুন ঠান্ডা ঠান্ডা জাফরানি শরবত
উপকরণ
Advertisement
১. লেবুর রস ১ কাপ২. পুদিনা পাতা ১ কাপ৩. ঠান্ডা পানি ২ কাপ৪. চিনি ৬ টেবিল চামচ৫. লেবুর টুকরো সাজানোর জন্য৬. পুদিনা পাতা সাজানোর জন্য ও৭. বরফ কুচি সাজানোর জন্য।
আরও পড়ুন: ইফতারে রাখুন কাঁচা আমের শরবত
পদ্ধতি
প্রথমে ব্লেন্ডারে লেবুর রস, পুদিনাপাতা, ঠান্ডা পানি আর চিনি দিয়ে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে নিন। তারপর পুদিনা পাতা, লেবুর স্লাইস আর বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
জেএমএস/এএসএম