লাইফস্টাইল

অধিক বয়সেও ত্বক টানটান রাখুন

বয়সের ছাপ চেহারায় ধরা পড়ুক- এটা কারোরই কাম্য নয়। তাই বয়স ধরে রাখতে ত্বকের টানটান ভাব ধরে রাখা সবচেয়ে জরুরি। রূপ বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের স্থিতিস্থাপকতা কমতে থাকে। ফলে ত্বকে দাগছোপ বাড়তে থাকে ও ভাঁজ পড়তে শুরু করে যা বয়সকে অনেকটা বাড়িয়ে দেয়। এই সমস্যা থেকে বাঁচতে নানা প্রসাধনী ত্বকে ব্যবহার করলেও তেমন একটা উপকার পাওয়া যায় না। তাই আলাদা উপায়ে এর হাত থেকে মু্ক্তি পাওয়া যেতে পারে। জেনে নিন বয়স বাড়লেও ত্বক কীভাবে টানটান রাখতে পারেন-স্ট্রবেরি ও দইদইয়ের মধ্যে স্ট্রবেরি মিশিয়ে সেই মিশ্রণ মুখে মাখুন। এতে ত্বকের রক্ত সঞ্চালন ভালো হবে, উজ্জ্বল ও টানটান ত্বক পাবেন।আভোকাডো ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এটি বিশেষভাবে সাহায্য করে। এর মধ্যে দই মিশিয়ে মুখে মাখুন। কিছু সময় রেখে ধুয়ে ফেলুন।আমন্ড অয়েল আমন্ড অয়েলে রয়েছে ভিটামিন ‘ই’ যা ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে। ঝুলে পড়া চামড়া টানটান করতে এর জুড়ি নেই। মুখে পনেরো মিনিট আমন্ড অয়েল ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।পেঁপে পেঁপেতে থাকা উপাদান ত্বককে টানটান করে। পেঁপে চটকে নিয়ে সেই পেস্ট মুখে মাখুন। কিছু সময় রেখে ধুয়ে ফেলুন।অলিভ অয়েল ত্বক টানটান করতে অলিভ অয়েলও বেশ কার্যকর। সব ধরনের ত্বকে এটি মাখতে পারেন। এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টস ত্বককে আর্দ্র রাখে ও টানটান করে।ডিমের সাদা অংশ ত্বককে টানটান করতে ডিমের সাদা অংশ বেশ কার্যকরী। এতে থাকা পুষ্টিগুণ ত্বকের অতিরিক্ত তেল বের করে দেয়। ডিমের সাদা অংশটি নিয়ে মুখে মাখুন। কিছু সময় রেখে ধুয়ে ফেলুন।এসইউ/এমএস

Advertisement