দেশজুড়ে

পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়লেও নেই ঈদযাত্রার ভোগান্তি

ঈদযাত্রার প্রথম দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার বাসের তুলনায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপ বেশি। অনেকটা স্বস্তি নিয়েই ফেরি পার হচ্ছেন ঘরমুখো মানুষ।

Advertisement

বুধবার (১৯ এপ্রিল) সকালে পাটুরিয়া ঘাট ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। ঘাটের যানজট এড়াতে ছোট গাড়িগুলোকে প্রায় সাত কিলোমিটার দূর থেকে গ্রামীণ সড়ক দিয়ে ঘাটে পাঠানো হচ্ছে। ফেরির জন্য গাড়িকে মাত্র ১৫-২০ মিনিট অপেক্ষায় থাকতে হচ্ছে। আর মোটরসাইকেলসহ বড় গাড়ি ও যাত্রীরা ঘাটে পৌঁছেই ফেরিতে উঠতে পারছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা নৌ অঞ্চলের ডিজিএম খালিদ নেওয়াজ জাগো নিউজকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার ভোর থেকে ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ বেড়েছে। তবে কোনো যানজট নেই। বর্তমানে ছোট বড় ১৯টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

তিনি আশা করেন, এবারও বড় ধরনের ভোগান্তি ছাড়াই পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পার হতে পারবেন ঘরমুখো মানুষ।

Advertisement

বি.এম খোরশেদ/এসজে/এমএস