জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৭ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলাদেশের শিল্প-সংস্কৃতি’ নিয়ে জাগো জবসের ৪র্থ পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? উত্তর : কখনো আসেনি। ২. প্রশ্ন : জহির রায়হান পরিচালিত বিখ্যাত তিনটি চলচ্চিত্র- উত্তর : ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’ ও ‘Stop Genocide’।    ৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্রের নাম কী? উত্তর : ‘স্টপ জেনোসাইড’। ৪. প্রশ্ন : ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’ চলচ্চিত্রের নির্মাতা কে? উত্তর : তানভীর মোকাম্মেল। ৫. প্রশ্ন : ‘মুক্তির গান’, ‘অগ্রযাত্রা’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে? উত্তর : তারেক মাসুদ।     ৬. প্রশ্ন : ‘চাকা’ ও ‘আগামী’র নির্মাতা কে? উত্তর : মোরশেদুল ইসলাম।     ৭. প্রশ্ন : ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির নির্মাতা কে? উত্তর : গৌতম ঘোষ।     ৮. প্রশ্ন : ‘লিবারেশন ফাইটার্স’ চলচ্চিত্রটির পরিচালক কে? উত্তর : আলমগীর কবির।     ৯. প্রশ্ন : কোন প্রামাণ্যচিত্রটি ‘ইন্টারন্যাশনাল এ্যামি অ্যাওয়ার্ড’ পুরস্কার লাভ করে? উত্তর : আমরাও পারি। ১০. প্রশ্ন : ‘আমরাও পারি’ চলচ্চিত্রের নির্মাতা-উত্তর : এটিএন বাংলা।     ১১. প্রশ্ন : বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন? উত্তর : ববিতা।     ১২. প্রশ্ন : বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে? উত্তর : পূর্ণিমা সেনগুপ্তা। ১৩. প্রশ্ন : বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে? উত্তর : বনানী চৌধুরী।     ১৪. প্রশ্ন : বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি? উত্তর : বিশ বছর আগে।     ১৫. প্রশ্ন : এফডিসি কবে প্রতিষ্ঠা হয়? উত্তর : ১৯৫৮ সালে।     ১৬. প্রশ্ন : এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি? উত্তর : আছিয়া।     ১৭. প্রশ্ন : এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি? উত্তর : আকাশ ও মাটি। ১৮. প্রশ্ন : বিএফডিসি’র পূর্ণরূপ কী?উত্তর : বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন।১৯. প্রশ্ন : বাঙালির প্রাণের উৎসব কোনটি?উত্তর : বাংলা নববর্ষ উদযাপন।২০. প্রশ্ন : কত তারিখ বাংলা নববর্ষ পালিত হয়?উত্তর : বাংলা ১ বৈশাখ। ইংরেজি ১৪ এপ্রিল।এসইউ/এমএস

Advertisement