স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগ থেকেই এ সংস্থাটি সবার নজর কাড়ে। করোনায় এ সংস্থার কাজ বিভিন্ন সময়ই গণমাধ্যমে শিরোনাম হয়েছে। সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকায় জমি কেনা, অন্যের ছবি নিজের নামে চালানোসহ নানা কারণে মানুষের সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
Advertisement
এ নিয়ে সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টায় ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন কিশোর কুমার। সাম্প্রতিক সমালোচনা প্রসঙ্গে বিভিন্ন কথা বলেন।
লাইভের শুরুতেই তিনি বলেন, অনেকে এই বিষয়টাতে কান না দিতে বলেছেন। কিন্তু শেষপর্যন্ত বাধ্য হয়েই লাইভটা করছি।
তিনি বলেন, শুরুতে পরিকল্পনা ছিল খুব ছোট একটা প্রতিষ্ঠান করার। অনেক ভারিক্কি কিংবা অনেক মানুষকে যুক্ত করার চিন্তা ছিল না। কিছু আনাড়ি মানুষ থাকুক, তাদের দিয়ে চলুক। বর্তমানে বিদ্যানন্দ তরুণদের দিয়ে পরিচালিত হচ্ছে। আমি চেষ্টা করি তারুণ্যে থাকতে। সবাই সাধারণত ভারিক্কিভাবে সাজায়, আমরা ইচ্ছা করে এটা করছি।তরুণরা এর প্রতিনিধিত্ব করুক এটা আমি চাই। ফলে এ ধরনের কাজে অনেক জায়গায় ভুল হবে, আনাড়ি ভুল হবে। এটা নিয়ে হাসাহাসি হবে, তারপরও আমি চাই এটা এভাবেই থাকুক।
Advertisement
এসএম/এমএএইচ/এমএস