আন্তর্জাতিক

রেস্তোরাঁয় দুর্ব্যবহার করা দুই যুবককে পেটালেন নারী ওয়েটার!

বিপদ কখনো বলে-কয়ে আসে না। তাই আত্মরক্ষার কৌশল জেনে রাখা জরুরি। আত্মরক্ষার সাধারণ জ্ঞান শুধু আপনার আত্মবিশ্বাসই বাড়াবে না, অনেক অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায়ও সাহায্য করবে। ঠিক এমন কিছুই হয়তো হয়েছিল এক নারী ওয়েটারের সঙ্গে। মার্শাল আর্টে দারুণ পারদর্শিতা দেখিয়ে রেস্টুরেন্টে দুর্ব্যবহার করা দুই যুবককে আচ্ছামতো শিক্ষা দিয়েছেন তিনি। এর ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

১৫ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেস্টুরেন্টের একটি টেবিলে দুই পুরুষ ক্রেতা বসে রয়েছেন এবং তাদের পাশে দাঁড়ানো এক নারী ওয়েটার। টেবিলের ওপর কিছু খালি বোতল (সম্ভবত বিয়ারের) পড়ে ছিল।

আরও পড়ুন>> অফিসের লাকি ড্রতে জিতলেন পুরো বেতনসহ এক বছরের ছুটি

ওই নারী ওয়েটার টেবিল গোছগাছ করার সময় দুই যুবকই তাকে স্পর্শ করার চেষ্টা করেন। একপর্যায়ে তাদের মধ্যে একজন উঠে এসে ওই নারীর হাত ধরে কিছু একটা বলেন। এরপরই শুরু হয় ধামাকা!

Advertisement

বিরক্তকারী যুবকের বুকে ও মুখে মুহূর্তের মধ্যে কয়েকবার ঘুসি মারেন সেই নারী। এতে তাল সামলাতে না পেরে পেছন দিকে পড়ে যায় লোকটি। এসময় তার সঙ্গীও উঠে এসে ওই নারীর সঙ্গে লড়াইয়ে নামতে চান। কিন্তু সেই সুযোগ পাননি। তার আগে তাকে লাথি দিয়ে ফের চেয়ারে বসিয়ে দেন মার্শাল আর্টে পারদর্শী ওয়েটার।

আরও পড়ুন>> নিঃসঙ্গ তরুণদের প্রতি মাসে ৫৩ হাজার টাকা দেবে দ. কোরিয়া

তবে দ্বিতীয় লোকটি আবারও উঠে এসে ওই নারীর ওপর আক্রমণ করেন। কিন্তু কাজ হয়নি এবারও। নারী ওয়েটারের দুর্দান্ত এক লাথিতে পিছু হটতে বাধ্য হন তিনি। এরপর পাশে থাকা একটি চেয়ার তুলে ছুড়ে মারেন সেই নারীর দিকে। কিন্তু এবারও ব্যর্থ! দারুণ দক্ষতায় চেয়ারটি ধরে এক পা এগিয়ে এসে ওই নারী কষে লাথি মারেন হামলাকারীর পেটে। তাতে ওই লোকটি হুড়মুড়িয়ে পড়ে যান পেছনে।

Female Bruce Lee pic.twitter.com/Fg3Ben0IpQ

Advertisement

— CCTV IDIOTS (@cctvidiots) April 15, 2023

ঘটনাটি কবে কোথায় কী পরিস্থিতিতে ঘটেছে, তা জানা যায়নি। তবে ভিডিওটি ‘সিসিটিভি ইডিয়টস’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় গত ১৫ এপ্রিল। এর পরপরই দ্রুত ভাইরাল হয়ে যায় সেটি। এ পর্যন্ত ৩৪ লাখের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। মন্তব্য পড়েছে ছয় হাজারেরও বেশি।

আরও পড়ুন>> ঋষি সুনাককে চিনতে না পেরে সরিয়ে দিলেন বাইডেন!

সবাই ওই নারীর দুর্দান্ত মার্শাল আর্ট দক্ষতার প্রশংসা করেছেন। অনেকেই তাকে ‘লেডি/ফিমেল ব্রুস লি’ হিসেবে মন্তব্য করেছেন। আত্মরক্ষার কৌশল জানা থাকায় ওই নারী এভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছেন উল্লেখ করে মার্শাল আর্টের গুরুত্ব তুলে ধরেছেন কেউ কেউ।

আবার কিছু মানুষ এটিকে ‘সাজানো নাটক’ বলেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ঠিক যেন সিনেমার অংশ। মার্শাল আর্টের সিনেমাগুলো ভালো দেখায়, কারণ সেগুলো বাস্তবকে প্রতিফলিত করে না। এ কারণেই ভিডিওটি মঞ্চস্থ, কিন্তু দেখতে ভালো।

সূত্র: এনডিটিভিকেএএ/