২০২১ সালে প্রতি হাজারে স্থুল জন্মহার ছিল ১৮ দশমিক ৮ জন যা ২০২০ সালে ছিল ১৮ দশমিক ১ জন। ফলে জন্মহার বেড়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে ১ হাজার ১৫৩ জন বসবাস করেন।
Advertisement
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ’ জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ২০২১ সালে বাংলাদেশিদের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর বা ৭২ বছর ৪ মাস। তার আগের বছর গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। কমেছে শূন্য দশমিক ৫ বছর বা প্রায় ছয় মাস।
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে এই প্রতিবেদন প্রকাশ হয়।
আরও পড়ুন: বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে ৬ মাস
Advertisement
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী শামসুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সারাদেশে দুই হাজার ১২ জনের ওপর চালানো হয় এই জরিপ। জরিপ প্রকল্পের পরিচালক মো. আলমীর হোসেন বিস্তারিত তুলে ধরেন।
জরিপে দেখা গেছে, ২০২১ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারকারীর সংখ্যা ২০২০ সালের তুলনায় বেড়েছে। ২০২১ সালে এই হার বৃদ্ধি পেয়ে ৬৫ দশমিক ৬ শতাংশ হয়েছে, ২০২০ সালে যা ছিল ৬৩ দশমিক ৯ শতাংশ।
এমওএস/এমএইচআর/এএসএম
Advertisement