রাজধানীর নিউ সুপার মার্কেট আগুনে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষ থেকে নিউ মার্কেট থানায় ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু।
Advertisement
তিনি বলেন, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর ভুক্তভোগী ও অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় ভিড় করেন। একেকজনের একেক ধরনের অভিযোগ। কারও টাকা পুড়েছে, কারও দোকান, কারও এনআইডিসহ প্রয়োজনীয় সব ডকুমেন্টস। এখন পর্যন্ত সব মিলে ২৭টি জিডি হয়েছে।
আরও পড়ুন>> ব্যানার-ফেস্টুনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে: ফায়ার সার্ভিস
গত শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
Advertisement
টিটি/এএএইচ/জেআইএম