জাতীয়

নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের ইফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলকে ঘিরে রাজধানীতে নবীনগরবাসীর প্রাণের ছোঁয়া লাগে। মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল। দেশবাসীসহ নবীনগরের সবার জন্য দোয়া প্রার্থনা করা হয় মাহফিলে।

Advertisement

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর বাগিচা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগরের কৃতিসন্তান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর সদস্য সাবেক সচিব, সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ডিজি মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোরশেদ হোসেন কামাল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহম্মেদ চপল, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ, ডাকসু ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডাস এর স্বত্বাধিকারী তকদীর হোসেন মোহাম্মদ জসিম, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বনিক, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রিন্সিপ্যাল অধ্যাপক ইউনুস মোল্লা, বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আকবর হোসেন, সমাজসেবক মিয়ামি অ্যাসোসিয়েটস (বিডি) এর সিইও ও স্বত্বাধিকারী, জনসন ডাইভারসি, ইন্ডিয়ার আমদানী ও রপ্তানীকারক এবং সোল ডিস্ট্রিবিউটর মো. মমিনুল ইসলাম।

নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম সফিক, নবীনগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুক্কুর খান, আলোকিত নবীনগরের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আজহার হোসেন জামাল, আলোকিত নবীনগরের সদস্য সচিব অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট জুলকার নাঈম, প্রত্যাশা আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা'র নির্বাহী পরিচালক মো. জয়নাল আবেদীন, ওয়াপদার ডেপুটি ডিরেক্টর শেখ গোলাম আকবর, জাতীয় শিশু কিশোর সংগঠন আবাবিল এর সাবেক সভাপতি সাংবাদিক কবি মো. মনির হোসেন, বাংলাদেশ তাত বোর্ডের ডেপুটি চিফ একাউন্টেন্ট মো. রেজাউল হক, সাংবাদিক অভিজিৎ বনিক, বড়াইলের কতা'র প্রতিষ্ঠাতা এডমিন মো. সুমন সরকারসহ শিক্ষানুরাগী, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, লেখক, কবি, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিসহ নবীনগরের গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Advertisement

নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব সাংবাদিক কাজী ইমরুল কবীর সুমন ও ইফতার উপ-কমিটির প্রধান সমন্বয়কারী এডভোকেট মিজানুর রহমান এতে শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক কাজী ইমরুল কবীর সুমন ও ব্যাংকার গোলাম মোহাম্মদ সোহরাব হোসেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন মো. জসিম উদ্দীন রিপন। ইফতারের আগে নবীনগরসহ দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত করেন মো. আকবর হোসেন।

অনুষ্ঠানটি সফল করতে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইফতার মাহফিল-২০২৩ এর সভাপতি মো. সফিকুল ইসলাম। সংগঠনটিকে সঠিক ও সুন্দরভাবে এগিয়ে নিতে তিনি সকলের পরামর্শ, সহযোগিতা দোয়া কামনা করেন।

আরএসএম/এমআরএম/জেআইএম

Advertisement