আন্তর্জাতিক

অফিসের লাকি ড্রতে জিতলেন পুরো বেতনসহ এক বছরের ছুটি

অফিসের বাৎসরিক নৈশভোজের আসরে আয়োজন করা হয়েছিল ‘লাকি ড্র’। প্রথম পুরস্কার জিতে চীনের অন্যতম ভাগ্যবানের তকমা পেয়ে গেলেন এক সাধারণ অফিসকর্মী। বিএফএম নিউজ নামের একটি সংবাদমাধ্যমের টুইটার পেচে প্রকাশিত একটি পোস্টে বলা হয়েছে, লাকি ড্রয়ের প্রথম পুরস্কার ছিল, ৩৬৫ দিন এক টানা ছুটি, তাও আবার পুরো বেতনসহ!

Advertisement

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই লাকি ড্রয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে চেয়ারে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক নারী। প্ল্যাকার্ডে ম্যান্ডারিন ভাষায় লেখা, ৩৬৫ দিন বেতনসহ ছুটি!

আরও পড়ুন>> ভিন্ন গোত্রে প্রেম করায় বাবা-মায়ের হাতে দুই মেয়ে খুন

জানা যায়, লাকি ড্রতে প্রথম যখন ওই কর্মীর নাম ওঠে, নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি তিনি। স্বভাবে লাজুক ওই ব্যক্তি একাধিক সহকর্মীকে প্রশ্ন করেন যে তিনি কি সত্যিই পুরস্কারটি পেয়েছেন কি না। পরে সবাই মিলে তাকে বোঝান, সত্যিই তিনি এক বছরের ছুটি পেয়েছেন, তাও আবার পুরো বেতনসহ।

Advertisement

ওই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, গত তিন বছর করোনা মহামারির কারণে বার্ষিক নৈশভোজের আয়োজন করতে পারেনি ওই কোম্পানি। তাই এবার মহাধুমধাম করে গালা ডিনারের আয়োজন। সে উৎসবেই বাজিমাত করলেন ওই কর্মী।

আরও পড়ুন>> সৌদি আরবে শিলাবৃষ্টি!

যদিও এক বছর সবেতন ছুটির ক্ষেত্রে রয়েছে কিছু শর্তও। যেমন, পুরস্কারে পাওয়া এক বছর অন্য কোনো কাজ করা যাবে না। এমনকি কোনো রেস্তরাঁয় খাবার পরিবেশনকারীর কাজও করা যাবে না।

এ খবর ভাইরাল হওয়ার পরেই গোটা চিনের অনেকেই হিংসায় জ্বলে মরছেন। তাদের সবার একটাই প্রশ্ন, এক বছর পরে ওই কর্মী যখন অফিসে ফিরবেন, তখন তার চেয়ারে অন্য কাউকে দেখবেন না তো! কর্তৃপক্ষ অবশ্য নিশ্চিত করেছে, চাকরি যাওয়ার কোনো আশঙ্কা নেই।

Advertisement

আরও পড়ুন>> নিঃসঙ্গ তরুণদের প্রতি মাসে ৫৩ হাজার টাকা দেবে দ. কোরিয়া

সূত্র: বিএফএম নিউজ

এসএএইচ/এএসএম