গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১১ এপ্রিল) সংক্ষিপ্ত সফরে উত্তর আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
Advertisement
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে মনে হচ্ছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিনতেই পারেননি মার্কিন প্রেসিডেন্ট। মনে হচ্ছিল, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অপেক্ষমাণ ঋষি সুনাককে গুরুত্ব দিচ্ছেন না বাইডেন।
আরও পড়ুন>> ঋষি সুনাককে চিনতে না পেরে সরিয়ে দিলেন বাইডেন!
আরও পড়ুন>> যুক্তরাষ্ট্রকে লজ্জায় ফেলা কে এই ২১ বছরের তরুণ?
Advertisement
অনেকে বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্টের ভুল বলে উল্লেখ করছেন। আবার কেউ কেউ বলছেন, নাহ, সবকিছু তো ঠিকই আছে। মার্কিন প্রেসিডেন্ট ঠিকই সুনাককে অভিবাদন জানিয়েছেন, তার সঙ্গে হ্যান্ডশেকও করেছেন ও বুক মিলিয়েছেন। এ নিয়ে নেট দুনিয়ায় চলছে বিস্তার তর্ক-বিতর্ক।
এদিকে ফ্যাক্ট চেক করে বার্তা সংস্থা এএফপি দাবি করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও দেখে অনেকেই দাবি করছেন, মার্কিন প্রেসিডেন্ট ঋষি সুনাককে চিনতে পারেননি ও তার দিকে ভ্রুক্ষেপ করেননি। এমন দাবি সঠিক নয়। মূলত একটি ইডিট করা ভিডিও ক্লিপের ওপর ভিত্তি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিতর্ক চলছে। পুরো ভিডিওতে দেখা যায়, দুই নেতা হ্যান্ডশেক করছেন ও কথাবার্তা বলছেন।
আরও পড়ুন>> জাতিসংঘ প্রধানকে রুশপন্থি সন্দেহ যুক্তরাষ্ট্রের, চালালো নজরদারি
বিমানবন্দরে অভ্যর্থনা পর্ব শেষে ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাইডেন। আইরিশ বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি আইরিশ বংশোদ্ভূত হতে পারি, কিন্তু আমি বোকা নই। সেসময় উত্তর আয়ারল্যাণ্ডের প্রতি মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি দেন জো বাইডেন।
Advertisement
সূত্র: এএফপি, এনডিটিভি
এসএএইচ