বিএনপি-জামায়াত কখনো গণতান্ত্রিক শক্তি হতে পারে না বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
Advertisement
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে বোয়ালখালীর শাকপুরায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে গণসংযোগকালে একথা বলেন নাছির উদ্দীন।
তিনি বলেন, একাত্তরে জামায়াতে ইসলামী পাকিস্তানী সেনাবাহিনীর সহযোদ্ধা ছিল। স্বাধীন দেশে বিএনপি এই জামায়াতকে পুনরুজ্জীবিত করেছে। যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে। এমনকি বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তির জন্য ইন্ডিমেনিটি অধ্যাদেশ জারি করেছে। এই ধরনের দুই অপশক্তি কখনো একটি স্বাধীন দেশের নাগরিকদের মিত্র হতে পারে না।
এলাকাবাসীর উদ্দেশে আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের সঙ্গে কখনো প্রতারণা করেনি। এজন্য বারবার ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় থাকবে। কারণ জনগণ বুঝে, আওয়ামী লীগ ছাড়া তাদের ভাগ্য পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই এবারও নৌকা প্রার্থীর বিজয়কে জনগণ সুনিশ্চিত করবে।
Advertisement
তিনি আরও বলেন, চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ বিজয়ী হলে, জনগণের চাওয়া-পাওয়ার বাস্তব প্রতিফলন ঘটাবেন। কেননা তিনি জনবান্ধব রাজনীতিক। সাধারণ মানুষের ভাষা অনুধাবনে ক্ষমতা রাখেন। এই বিশ্বাস থেকে নেত্রী তাকে নৌকা প্রতীক দিয়েছেন।
এসময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগ একাধিক কঠিন সময় পার করে এসেছে। কঠিনকে জয় করার অভিজ্ঞতায় আওয়ামী লীগের প্রাণ শক্তি।
গণসংযোগকালে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই জনগণের প্রত্যাশা আওয়ামী লীগকে ঘিরে। কারণ আওয়ামী লীগের জন্ম-উত্থান জনগণের মধ্য দিয়ে। কোনো প্রাসাদ ষড়যন্ত্রে বিশ্বাস করে না। মানুষের অধিকার প্রতিষ্ঠা করাটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমি এই ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী শক্তি হিসেবে জনগণের সেবা করাটাই আমার রাজনৈতিক ও সামাজিক কর্তব্য। আল্লাহর রহমতে আমি বিজয়ী হলে এলাকার অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেবো।
এমডিআইএইচ/জেডএইচ/এএসএম
Advertisement