ঈদের ছুটিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যান অনেকেই। বাসা থেকে বের হওয়ার সময় তাদের জন্য কিছু করণীয় রয়েছে। আসুন জেনে নিই সেই সম্পর্কে-
Advertisement
বাসা থেকে বের হওয়ার আগে করণীয় হলো- ১. ঘরের বিদ্যুতের সুইচগুলো অন থাকলে অফ করে দেওয়া।২. সবগুলো জানালা ভালোভাবে আটকে দেওয়া।৩. বেলকনি বাগানের গাছে পর্যাপ্ত পানি দিয়ে যাওয়া।৪. বাড়ি, অফিস, সব ধরনের প্রতিষ্ঠানের টয়লেটের কমোড ঢেকে দেওয়া। ৫. রেফ্রিজারেটরের পানি ফেলে শুকিয়ে রেখে যেতে হবে।
আরও পড়ুন: ঈদের ছুটিতে ঘুরে আসুন মিরসরাইয়ের ১০ পর্যটন স্পটে
৬. এয়ার কন্ডিশনারের পাইপের পানি পরিষ্কার করে রেখে যেতে হবে। ৭. সব ধরনের পাত্রের পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রাখতে হবে। ৮. পানির ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে রেখে যেতে হবে।৯. বাড়িতে নেওয়ার ব্যাগপত্র গুছিয়ে দরজার কাছে রাখতে হবে।১০. রান্নাঘর বা টয়লেটের পানির কল ভালোভাবে বন্ধ করে দেওয়া।১১. গ্যাসের চুলা ভালোভাবে বন্ধ করে যেতে হবে।১২. গ্যাস লাইন এবং মিটার ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে। ১৩. বের হওয়ার সময় প্রধান দরজা ভালোভাবে তালাবন্ধ করতে হবে।
Advertisement
তালাবন্ধ করার পর ঘরের প্রয়োজনীয় চাবি অবশ্যই সঙ্গে নেবেন। আপনার ঈদযাত্রা শুভ হোক। ঈদ শেষে সুস্থ শরীরে ফিরে আসুন নিজের ঘরে।
এসইউ/জেআইএম