দেশে ‘নারীপ্রধান’ পরিবার কমে এসেছে। বর্তমানে (২০২২ সালের তথ্যমতে) দেশের ১২ দশমিক ৬ শতাংশ পরিবারের প্রধান নারী। ছয় বছর আগে ২০১৬ সালে দেশে নারীপ্রধান পরিবার ছিল ১৩ দশমিক ১ শতাংশ।
Advertisement
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘খানার আয়-ব্যয় জরিপ ২০২২’ এর রিপোর্টে এমন চিত্র দেখা গেছে।
জরিপে দেখা গেছে, বর্তমানে ৮৭ দশমিক ৪ শতাংশ পরিবারের প্রধান পুরুষ। ২০১৬ সালে পুরুষপ্রধান পরিবার ছিল ৮৬ দশমিক ৯ শতাংশ। ফলে ছয় বছরের ব্যবধানে পরিবারগুলোতে পুরুষের কর্তৃত্ব বেড়েছে।
সারা দেশের ৭২০টি নমুনা এলাকায় এই জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন ছিল। এই ১০টি সেকশনের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন।
Advertisement
জরিপ পরিচালনার সময়কালহেইজ ২০২২ জরিপে ১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।
এমওএস/কেএসআর/জিকেএস