তথ্যপ্রযুক্তি

ফোনের অব্যবহৃত অ্যাপ অটো মুছে দেবে গুগল

স্মার্টফোনে বিভিন্ন ধরনের অসংখ্য অ্যাপ ব্যবহার করা হয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফটো এডিটিং, গেম সহ বিভিন্ন অ্যাপ রাখেন স্মার্টফোনে। তবে একই কাজের জন্য একাধিক অ্যাপ রাখা এবং পুরোনো অ্যাপ ফোনের জন্য ক্ষতিকর হতে পারে।

Advertisement

এবার গুগল নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে অটো আপনার ফোনের পুরোনো ও অপ্রয়োজনীয় অ্যাপ মুছে দেবে গুগল। ফিচারের নাম দেওয়া হয়েছে ‘অটো-আর্কাইভ ফিচার’। অর্থাৎ ফোনে আর স্টোরেজ নিয়ে কোনো সমস্যা হবে না। এই ফিচারটির সাহায্যে স্টোরেজ ভর্তি হয়ে গেলেও নতুন অ্যাপ ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: অ্যাপ ইনস্টল করার সময় যেসব ভুল করবেন না 

অটো-আর্কাইভ ফিচারের সাহায্যে, ডিভাইসে জায়গা খালি করতে আপনাকে কোনো অ্যাপ মুছতে হবে না। এই ফিচারটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে গুগল নিজে থেকেই কম গুরুত্বপূর্ণ অ্যাপটি সরিয়ে ফেলবে ফোন থেকে। অ্যাপটি সরানো হলে জায়গা খালি হবে।

Advertisement

মূলত গুগল দীর্ঘদিন ধরে ব্যবহার করেন না এমন অ্যাপ আপনার ফোন থেকে ডিলিট করে দেবে। তবে অ্যাপটি ডিলিট করে দিলেও সেই অ্যাপের সব ডেটা আপনার ফোনে সুরক্ষিত থাকবে। তবে আপনি যদি সেই অ্যাপটি আবার ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে পুনরায় ডাউনলোড করতে হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

কেএসকে/জিকেএস

Advertisement