জাতীয়

মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে এসেছে মানুষ

মঙ্গল শোভাযাত্রা ঘিরে যে আতঙ্ক ছিল, তার প্রতিবাদে মানুষ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Advertisement

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: শান্তিময় পৃথিবীর প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা 

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মঙ্গল শোভাযাত্রা আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। এখন এটি ওয়ার্ল্ড মেমোরি অব হেরিটেজের অন্তর্ভুক্ত। ফলে এই সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশ্বের সব জনগোষ্ঠীর এটি অসাধারণ সম্পদ। এর রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এখন সবার সম্মিলিত দায়িত্ব।

Advertisement

আরও পড়ুন: নব আলোর সন্ধানে নতুন বছর বরণ করছে ছায়ানট 

ঢাবি উপাচার্য আরও বলেন, মঙ্গল শোভাযাত্রা একটি অন্তর্ভুক্তিমূলক দৃষ্টি ও দর্শনের প্রতিফলন। এটি অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ার বার্তা দিয়ে থাকে। যে আতঙ্ক ছিল, তার প্রতিবাদে সব মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। সব ধরনের উগ্রবাদিতা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এটি একটি প্রতিবাদ।

এএসবিডি/কেএসআর/জিকেএস

Advertisement