আন্তর্জাতিক

আইএস দমনে ক্লোরিন গ্যাস ব্যবহার

সিরীয় সরকারের বিরুদ্ধে আইএস (ইসলামিক স্টেট) সদস্যদের ওপর ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। খবর আলজাজিরার।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার জানিয়েছে, আইএসকে প্রতিহত করতে দেশটির পূর্বাঞ্চলের একটি বিমানঘাঁটি থেকে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে। আইএস সদস্যদের ওপর এর প্রভাব লক্ষ্য করা গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।সংস্থাটি জানায়, দেইর এজর সেনা বিমানঘাঁটির দিকে অগ্রসরমান বিদ্রোহীদের দলগুলোর সদস্যরা শ্বাসকষ্টে ভোগে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দেইর এজরের পাশে বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সেনা সদস্যরা। এতে বেশ কয়েকজন বিদ্রোহী নিহতসহ তাদের ব্যবহৃত যান ও অস্ত্র ধ্বংস করা হয়েছে।অবজারভেটরি জানায়, গত বৃহস্পতিবারের হামলায় আসাদ সরকারের ৫১ সৈন্য ও ৬৮ আইএস যোদ্ধা নিহত হয়। প্রসঙ্গত, দেইর এজরের বেশিরভাগ এলাকা আইএস সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement