চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় সার্জিনা আক্তার হত্যা মামলায় তার স্বামী মো. হাসান আকন্দকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১২ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসারা দক্ষিণ লস্করপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক মো. আনোয়ার উল্যাহ। গ্রেফতার হাসান আকন্দ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের ওয়াহিদুল গাজীর ছেলে।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, পারিবারিকভাবে সার্জিনা আক্তারের সঙ্গে বিয়ে হয় হাসান আকন্দের। কিন্তু বিয়ের পর হাসানের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় সার্জিনা আক্তার বাবার বাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে চট্টগ্রাম শহরে এসে ইপিজেড এলাকায় একটি কারখানায় চাকরি নেন। তাদের ৭ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। হাসান আকন্দ রিকশা চালাতেন। তাছাড়া তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহ লেগে থাকতো।
এর সূত্র ধরে গত বছরের ৩ নভেম্বর সার্জিনাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। পরের দিন মরদেহ বাসার ৫ম তলার পানির ট্যাংকির ভেতরে ফেলে দেয়। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর থেকে হাসান আকন্দ আত্মগোপনে চলে যান। চতুর হাসান মোবাইল ফোনসহ কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেন না। পাশাপাশি ঘন ঘন অবস্থান পরিবর্তন করতেন।
Advertisement
পিবিআই তদন্তভার পেয়ে ছায়া তদন্তের মাধ্যমে হাসানের অবস্থান শনাক্ত করে। এরপর বুধবার অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হাসান স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেছেন এবং হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছেন বলে জানান পিবিআই পুলিশ সুপার।
এমডিআইএইচ/কেএসআর/জিকেএস