রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
Advertisement
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১০টা ৮ মিনিটের দিকে ওই এলাকার আইয়ুব ভবনে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
আরও পড়ুন: বারবার আগুনের কারণ অনুসন্ধান ও সমাধানের নির্দেশনা প্রধানমন্ত্রীর
তিনি বলেন, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।
Advertisement
আরও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়েও মালামাল রক্ষা হলো না
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
গত ৪ এপ্রিল সকালে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটগুলোতেও। আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। পথে বসেন হাজারো ব্যবসায়ী। ক্ষতি হয় কোটি কোটি টাকার।
এর চার দিন পর গত ৮ এপ্রিল সকাল ৮টার দিকে বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
Advertisement
সবশেষ গত ১১ এপ্রিল বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচ তলা ভবনের পঞ্চম তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। দুপুর ১২টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
টিটি/এমকেআর