গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন তার সহকর্মী, বিশিষ্টজন, সাংবাদিক, চিকিৎসক, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ। এর আগে ধানমন্ডির বাসভবনে প্রথম ও ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
Advertisement
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জানাজা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ এমদাদ উদ্দিন জানাজায় ইমামতি করেন।
জানাজা শুরুর আগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী বলেন, আমার বাবা কোনো অন্যায় বা কষ্ট দিয়ে থাকলে মাফ করে দেবেন। কারও কাছে কোনো ঋণ করে থাকলে সেটি নিয়ে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন।
Advertisement
আরও পড়ুন: সাভারে দাফন করা হবে ডা. জাফরুল্লাহকে
এর আগে সকাল ১০টার পর বারডেম হাসপাতালের হিমঘর থেকে ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সবার আগে তাকে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। পরে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
দুপুর ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসা হয়।
আরএসএম/এমএইচআর/জিকেএস
Advertisement