আন্তর্জাতিক

ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাগুপিট

ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে আঘাত হেনেছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগুপিট। ফলে উপকূলীয় শহরগুলো গাছপালা উপড়ে ও বৈদ্যুতিক সংযোগ ছিন্নভিন্ন হয়ে সমুদ্রের শক্তিশালী ঢেউয়ে ব্যাপক হুমকির মুখে পড়েছে। এই ঝড়ের কবলে পড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যাচ্ছেন এসব এলাকার শত শত বাসিন্দা।ঘূর্ণিঝড় হাগুপিটের আঘাতে ফিলিপাইনের টাকলোবান শহরে বেশ কিছু ভবনের ছাদ উড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ওইসব বাড়িঘরে বসবাসরতরা মোমবাতি জ্বালিয়ে স্থানীয় স্কুল, গির্জা ও খেলাধূলার জন্য যেসব কেন্দ্র রয়েছে, সেখানে আশ্রয় নিয়েছে।

Advertisement