এ সময় সর্দি-কাশি ও জ্বরের সমস্যায় অনেকেই ভুগছেন। ঋতু পরিবর্তনের কারণে এমনটি ঘটছে বলে অনেকেই হয়তো ভুল করছেন। কারণ এসব লক্ষণ হতে পারে করোনার ওমিক্রনের এক্সিবিবি ১.১৬ উপ ধরনের।
Advertisement
বিগত কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রতিদিন ৫ হাজারের বেশি নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: ওমিক্রন সংক্রমণের ‘অদ্ভুত’ ২ লক্ষণ
বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্টের এক্সিবিবি ১.১৬ উপ ধরন বর্তমানে দ্রুত ছড়িয়ে পড়ছে।
Advertisement
ওমিক্রনের নতুন রূপ এক্সিবিবি ১.১৬ আসার পরে, লক্ষণগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। করোনার ক্লাসিক লক্ষণগুলো হলো সাধারণ সর্দি ও ফ্লু’র অনুরূপ। করোনার সাধারণভাবে পরিলক্ষিত উপসর্গগুলো বেশিরভাগই শ্বাসতন্ত্রের সঙ্গে সম্পর্কিত।
আরও পড়ুন: ‘ওমিক্রন’ এড়াতে যে ৭ কাজ করা জরুরি
‘জো স্বাস্থ্য’ অধ্যয়ন অনুসারে, করোনার সাধারণ লক্ষণগুলো হলো গলা ব্যথা, সর্দি, নাক বন্ধ, হাঁচি, কফ ছাড়া কাশি, মাথাব্যথা, কফ’সহ কাশি, কর্কশ কণ্ঠস্বর, পেশী ব্যথা ও গন্ধ হ্রাস ইত্যাদি। এসবের পাশাপাশি করোনার অস্বাভাবিক কিছু লক্ষণও দেখা দিতে পারে।
যদিও এই লক্ষণগুলো অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে, তবে এগুলো অনুভব করলে কোভিড টেস্ট করা উচিত আপনার। জেনে নিন লক্ষগুলো-
Advertisement
আরও পড়ুন: কোথায় কতক্ষণ বেঁচে থাকে ওমিক্রন?
১. নিঃশ্বাসের দুর্বলতা২. বমি৩. ডায়রিয়া৪. চামড়া ফুসকুড়ি৫. আঙুল ও পায়ের আঙুলের ত্বকের বিবর্ণতা৬. আমবাত৭. ফোলা আঙুল৮. কনজেক্টিভাইটিস বা গোলাপি চোখ৯. আলো নিয়ে সমস্যা১০. চোখের ব্যথা ও চুলকানি
আরও পড়ুন: ‘ওমিক্রন’ কেন বিপজ্জনক? এর উপসর্গ কী কী?
এক্সিবিবি ১.১৬ উপ ধরনের বৈশিষ্ট্য কী কী?
প্রতিবেদনে বলা হয়, করোনার কবলে যারা আসছেন তাদের মধ্যে ১-২ দিন ধরে জ্বর, গলাব্যথা, মাথাব্যথা, ডায়রিয়ার মতো পেটে অস্বস্তি ও প্রচণ্ড শরীরে ব্যথার লক্ষণ দেখা যাচ্ছে।
খনো পর্যন্ত এক্সিবিবি ১.১৬ উপ ধরনের কোনো গুরুতর ক্ষেত্রে রিপোর্ট করা হয়নি। তবে বৃদ্ধ, শ্বাসকষ্টে ভুগছেন এমন মানুষ ও শিশুদের মধ্যে এই উপ ধরন গুরুতর প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: সাধারণ মাথাব্যথা নাকি ওমিক্রন বুঝবেন যেভাবে
করোনা থেকে বাঁচতে যা করতে হবে
১. হাত পরিষ্কার রাখুন।২. অবশ্যই মাস্ক পরুন।৩. অপ্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলুন।৪. উপসর্গ দেখা দিলে আইসোলেশনে থাকুন।
সূত্র: প্রেসওয়্যার ১৮
জেএমএস/এএসএম