আন্তর্জাতিক

ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনের ব্যবধানে দেশটিতে নতুন করে সংক্রমণের হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টায় নতুন ১০ হাজার ১৫৮টি কেস শনাক্ত হয়েছে। ফলে বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮।

Advertisement

একদিন আগেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮৩০। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ১০ হাজার ১২৭।

দৈনিক সক্রিয় রোগীর সংখ্যা রেকর্ড হয়েছে ৪ দশমিক ৪২ শতাংশ এবং এক সপ্তাহে এই হার ৪ দশমিক ০২ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, দেশটিতে বর্তমানে সুস্থতার হার ৯৮ দশমিক ৭১ শতাংশ। একদিন আগেই সরকারি সূত্র নিশ্চিত করেছে যে, আগামী ১০-১২ দিন সংক্রমণ বাড়তে পারে।

আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ১৬। এছাড়া এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ কোটি ৪২ লাখ ৪ হাজার ৭৭১ জন।

Advertisement

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ১৭৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৩৯ হাজার ৯৫৫ জনে এবং শনাক্ত ৬৮ কোটি ৫২ লাখ ৬১ হাজার ৫৯৭ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৮০ লাখ ৫২ হাজার ৮২০ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে জার্মানিতে। দেশটিতে একদিনে মারা গেছেন ১৫১ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক লাখ ৭১ হাজার ৭৪৮ জনে। জার্মানিতে এ পর্যন্ত ৩ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

টিটিএন

Advertisement