বিনোদন

আবারও রুপালি পর্দায় রোমানা

দুই বছর পর রুপালি পর্দায় ফিরছেন দর্শকপ্রিয় অভিনেত্রী রোমানা। ছবির শিরোনাম `হৃদয়ে ৭১`। রোমানা অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটি ১২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মডেল-অভিনেতা ইমন।এ প্রসঙ্গে রোমানা বলেন, `ব্যক্তিগত কাজে দেশের বাইরে আছি। একজন বীরাঙ্গনার কাহিনীকে কেন্দ্র করে `হৃদয়ে ৭১` ছবির পটভূমি গড়ে উঠেছে। এতে ১৯৭১ সালের কিছু বর্বরোচিত ঘটনা দর্শকরা দেখতে পাবেন। অনেকদিন পর আমার এ ছবিটি মুক্তি পাচ্ছে। আশা করছি, সবার ভালো লাগবে।`এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। আরো অভিনয় করেছেন ইমন, শহীদুল আলম সাচ্চু, হীরা, আশরাফ, কবীর, আব্বাসউল্লাহ খান, মারুফ, আমীর, উদয় খান, নিশু রহমান প্রমুখ।২০০৮ সালে রোমানার পিএ কাজল পরিচালিত `এক টাকার বউ` ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে। প্রথম ছবিতেই তিনি দর্শকের নজর কাড়েন। খুব অল্প সময়ে সাফল্য পাওয়া এ অভিনেত্রী `বিয়ে বাড়ি`, `প্রেমে পড়েছি`, `ভালোবাসলেই ঘর বাঁধা যায় না`, `মা আমার চোখের মণি`র মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। এ পর্যন্ত অভিনয় করেছেন প্রায় তিন ডজন চলচ্চিত্রে। ২০১০ সালে শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।গান, মডেলিং, অভিনয় সবক্ষেত্রেই সমান রোমানার বিচরণ। একাধিক দর্শকপ্রিয় নাটকেও অভিনয় করেছেন তিনি। এরপর হঠাৎ ডুব। অনেকটা ব্যক্তিগত কারণেই নিজেকে আড়াল রেখেছেন। রোমানা খুব শিগগিরই দেশে ফিরে আবারো নতুন কিছু ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে তিনি জানিয়েছেন।

Advertisement