খেলাধুলা

চেন্নাইকে ১৭৬ রানের লক্ষ্য দিলো রাজস্থান

টি-টোয়েন্টি খেলাটাই এমন। একজনের বড় ইনিংস খেলার চেয়ে দুই-চারজন ইমপ্যাক্টফুল ইনিংস খেলে দিলেও দল ভালো একটা পুঁজি পেতে পারে, যেমনটা দেখা গেলো রাজস্থান রয়্যালসের বেলায়।

Advertisement

জস বাটলার একাই কেবল ফিফটি করলেন। ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেন দেবদূত পাডিক্কেল, রবিচন্দ্রন অশ্বিন আর সিমরন হেটমায়ার। সবমিলিয়ে ৮ উইকেটে ১৭৫ রানের লড়াকু সংগ্রহ পেয়ে গেছে সঞ্জু স্যামসনের রাজস্থান। অর্থাৎ জিততে হলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে করতে হবে ১৭৬ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে জশস্বী জ্যাসওয়েলকে (১০) হারালেও পরে রানের চাকা সচল রাখেন জস বাটলার আর দেবদূত পাডিক্কেল। নবম ওভারে রবীন্দ্র জাদেজা জোড়া শিকার করেন। পাডিক্কেল ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলে হন কনওয়ের ক্যাচ, ২ বলে ০ করে বোল্ড হন অধিনায়ক স্যামসন।

এরপর রবিচন্দ্রন অশ্বিন ২২ বলে ৩০ করে সাজঘরে ফেরেন। ৩৬ বলে ১ চার আর ৩ ছক্কায় ৫২ রান করা বাটলারকে বোল্ড করেন তারই স্বদেশি মঈন আলি।

Advertisement

দায়িত্ব কাঁধে তুলে নেন সিমরন হেটমায়ার। ১৮ বলে দুটি করে চার-ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দুই বলে স্ট্রাইক পাননি হেটামায়ার। দুটি উইকেট হারায় রাজস্থান। নাহলে হয়তো পুঁজিটা আরেকটু বড় হতো।

চেন্নাই বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে আর আকাশ সিং।

এমএমআর/জেআইএম

Advertisement