উঠোনের পাশেই কবর সদৃশ গর্ত। কিন্তু অবয়বে কবরের সব বৈশিষ্ট্য বিদ্যমান থাকলেও ভেতরের দৃশ্য একেবারেই ভিন্ন। মাঝখানে কাঠের পাটাতনের নিচে মাটিতে মরদেহ শায়িত থাকার বদলে সেখানে রাখা ছিল বস্তাভর্তি গাঁজা।
Advertisement
মঙ্গলবার (১১ এপ্রিল) কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নস্থ ইসলামনগর গ্রামে র্যাবের মাদকবিরোধী অভিযানকালে দেখা মেলে এমনই অভিনব দৃশ্যের। কবরে পাওয়া গেছে সাড়ে ২৬ কেজি গাঁজা।
এ ঘটনায় আব্দু শুক্কুর (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার শুক্কুর চকরিয়ার কৈয়ারবিলের ইসলামনগর গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার দিনগত রাতে চকরিয়ার কৈয়ারবিলের ইসলামনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় আব্দু শুক্কুর (২২) নামে এক যুবককে আটক করে র্যাব। তার দেওয়া তথ্যে বসতঘরের উঠোনের পাশেই কবর সদৃশ একাধিক জায়গা খুঁড়ে পাওয়া যায় সাড়ে ২৬ কেজি গাঁজা।
Advertisement
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-১৫ এর অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর স্বীকার করেছেন, দীর্ঘদিন যাবত গাঁজা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছেন তিনি। জব্দ গাঁজাসহ গ্রেফতার শুক্কুরকে কক্সবাজারের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এদিকে, কবরের ভেতর থেকে গাঁজা পাওয়ার খবর এলাকায় প্রচার পেলে মঙ্গলবার সারাদিন আশপাশের লোকজন শুক্কুরের বাড়ির পাশের জায়গাটি দেখতে ভিড় জমান। মুসলমানদের শেষ ঠিকানা কবরকে সাবলীল ভাবে মাদক মজুদের গোডাউন বানিয়ে ধোঁকা দেওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সায়ীদ আলমগীর/এসজে/এমএস
Advertisement