এবার নির্বাচনে কারচুপির চেষ্টা করলে যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন আসবে বলে দাবি করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
Advertisement
তিনি বলেন, যেদিন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে যান, সেদিন সংসদে দাঁড়িয়ে সরকার প্রধান বলেন যুক্তরাষ্ট্র তো মানবাধিকার লঙ্ঘন করে। সে দেশে গণতন্ত্র নাই। ফলে যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলার। তাদের অধিকার আছে কী নাই সেটা তো দুই বছর আগেই দেখেছি, যখন স্যাংশন দিয়েছে আপনাদের।
মঙ্গলবার (১১ এপ্রিল) খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, যখন র্যাব কর্মকর্তাদের ওপর স্যাংশন এলো, তখন বহু লবিং-তদ্বির করেছেন। কোনো লাভ হয়নি। বিএনপির ওপর যদি এভাবেই দমন-নিপীড়ন চলতে থাকে আপনারা যদি গুম অব্যাহত রাখেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন অব্যাহত রাখেন, তাহলে সেদিন খুব বেশি দূরে নয় আরও স্যাংশন আসতে যাচ্ছে।
Advertisement
সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, পরিষ্কার বলতে চাই এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। বিএনপি তো নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা নির্বাচন হতেই দিবো না। এবার ক্ষমতা থেকে গেলে আওয়ামী লীগকে আর খুঁজে পাবেন না। যে অন্যায় অত্যাচার ১৫ বছর ধরে করেছেন, তার বিচার দেশের মাটিতেই হবে।
জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দ্র দাস অপু, মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।আলমগীর হান্নান/এসজে/এএসএম