আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদাত করার জন্য। যারা সঠিক উপায়ে তার হুকুম-আহকাম পালন করবে তাঁদের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আজাব থেকে মুক্তির জন্য রহমত বর্ষণ করবেন। এ ব্যাপারে হাদিসে এসেছে-
Advertisement
উচ্চারণ : আল্লাহুম্মা আঝিরনি মিনান নার।
অর্থ : হে আল্লাহ! আমাদিগকে জাহান্নামের (ভয়াবহ) আজাব থেকে মুক্তি দান করুন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলার পূর্বে সাত বার এ দোয়াটি পড়া। যদি কেউ ফজরের পর পড়ে এবং ঐ দিনের মধ্যে মারা যায়, ঐ ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আর কেউ যদি মাগরিবের নামাজের পর এ দোয়াটি পড়ে এবং ঐ রাতে মারা যায় তবে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয়। (মিশকাত, আবু দাউদ)
Advertisement
সুতরাং মুসলিম উম্মাহর উচিত, ফজর ও মাগরিবের নামাজের পর এ দোয়াটি ৭ বার পড়া। আল্লাহ তাআলা হাদিসের মাসনুন দোয়াটির মাধ্যমে তাঁর হুকুম-আহকাম পালনের পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি লাভের তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস