বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের মঙ্গলবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ইউনিটের ক্ষতিগ্রস্তদের তালিকা দাপ্তরিক সময়ের পরে (বিলম্বে) জমা দেওয়ায় গঠিত তদন্ত কমিটি গতকাল সোমবার (১০ এপ্রিল) চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কমিটি আজ মঙ্গলবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলে আশা করা যায়।
তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা আনুমানিক ৪ হাজার ২০০ জন জানিয়ে আবু নাছের জানান, সুনির্দিষ্ট সংখ্যা প্রতিবেদন দাখিলের পর গণমাধ্যমকে জানানো হবে। এছাড়া এ তালিকায় আংশিক ক্ষতিগ্রস্ত এনেক্সকো টাওয়ারের নাম নেই। ওই টাওয়ারের সব দোকানের ইন্স্যুরেন্স করা আছে। এ কারণে উনারা তালিকায় নাম দিতে চাননি।
গত মঙ্গলবার সকালে ৬টা ১০ মিনিটে আগুন লাগে বঙ্গবাজারে। সাড়ে ৬ ঘণ্টা ধরে জ্বলা আগুনে বেশ কয়েকটি মার্কেট পুড়ে ছাই হয়ে যায়।
Advertisement
এমএমএ/এমএইচআর/জেআইএম